খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
হামলাকারীদের বাড়িতে স্থানীয় জনতার আগুন

খুলনার ইস্টার্ন গেটে প্রতিপক্ষের গুলিতে নিহত ২, জখম ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনার আটরাগিলাতলা ইস্টার্ণ গেট এলাকায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ জখম হয়েছেন আরও অন্তত ৭/৮জন। বৃহস্পিতবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহতরা হলেন, আটরা গিলাতলা এলাকায় আটরাগিলাতলার মশিয়ালী এলাকার মৃত মোঃ বারিক শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬০) ও একই এলাকার মোঃ ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০)।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মোঃ সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ অন্তত ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ অবস্থান করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই খানজাহান আলী থানার একজন নেতার সাথে এলাকার কয়েকজনের বাকবিতান্ডা বাঁধে। দফায় দফায় উচ্চবাচ্যের একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের একজন এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করেন। মুহুর্তেই ঘটনাস্থলে নিহত হন নজরুল ইসলাম ও গোলাম রসুল। এসময়ে গুলিবিদ্ধ হন মোঃ সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজন। ঘটনার সাথে সাথে খানজাহান আলী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ছুটে যান। এসময়ে একাধিক পুলিশ কনস্টেবল আহত হন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

দু’জন নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, গুলিবিদ্ধ জখমদের চিকিৎসা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শেখ শওকত আলী বলেন, গুলিবর্ষনকারীদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করছি, রাতেই গ্রেফতার করতে পারবো।

এদিকে, ঘটনাস্থলে নিহতের স্বজনরা অভিযোগ করেন, মশিয়ালী আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে খানজাহান আলী থানা আ’লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ জাকারিয়া সভাপতি পদে পরাজিত হন। এ ঘটনার জেরধরে স্থানীয়দের সাথে তার বিরোধের সূত্রপাত হয়। ঘটনাস্থলে তিনি ও তার ছোট ভাই জাফরীন এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনাটি ঘোষণা দেয়। পরে স্থানীয়রা আ’লীগ নেতা জাকারিয়া ও জাফরীনসহ তিনজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত নজরুল ইসলামের আত্মীয় মোঃ তাসাদ্বর আলী বলেন, সভাপতি নির্বাচনে হেরে গিয়ে আমার খালু (নজরুল) ও এলাকার কয়েকজনকে জীবনে শেষ করে দেবার হুমকি দিয়েছিলেন। সেটাই পুরণ করলো।

ঘটনাস্থল পরির্দশনকারী কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, দু’জন নিহতসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!