খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

খুলনায় ২১ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন সোমবার (৭ জুলাই) বিকালে সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সুবজ প্রাণবন্ত এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবুজ বিপ্লবের বিকল্প নেই। এই বিপ্লবের সফলতা আনতে অবশ্যই গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই পরিবেশের ভ্যারসাম্য রক্ষা পাবে।

তিনি বলেন, সরকারি ভূমিগুলোতে বনায়ন করে পরিবেশরক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের এ অঞ্চল পরিবেশগত ঝুকির মধ্যে রয়েছে। বনের গাছ যেন অযথা কাটা না হয় সে দিকে নজর দিতে হবে। সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজ্জামান ও নাসারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৬১টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলা তিন সপ্তাহ পর্যন্ত চলবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!