খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

১২ কিলোমিটার ধাওয়া করে ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে চাপাতিসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত আলীর ছেলে ইয়াদ আলী (৩২) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত. এসকেন শেখর ছেলে মিজান শেখ ওরফে সুমন (৩৫)।

পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ূর ব্রীজের পূর্ব পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে চ্যালেঞ্জ করলে সেটি দ্রুত পালিয়ে যেতে চায়। এসময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামের একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ ট্রাকটির পিছু নিলে সেটি জয়বাংলার মোড়, জিরো পয়েন্ট থেকে রূপসা সেতু পার হয়ে কুদির বটতলায় পৌঁছালে পুলিশ সেখান থেকে ট্রাকটিকে উদ্ধার করে। এসময় ডাকাত দলের আর এক সদস্য মিজান শেখ ওরফে সুমনকে আটক করে। বর্তমানে ট্রাকটি সোনাডাঙ্গা মডেল থানায় জব্দ রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকযোগে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের একটি টিম ময়ূর ব্রীজ এলাকায় অবস্থান নিয়ে একটি ট্রাকের গতিরোধের চেষ্টা করে। তবে ট্রাকটি না থামিয়ে দ্রুত চালিয়ে যায়। এসময় তাদের একজন লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে পুলিশের টিম ট্রাকের পিছু নেয়। ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে যায়। ট্রাকটি জয়বাংলার মোড় হয়ে রূপসা ব্রীজের টোলপ্লাজা ভেঙে যাচ্ছিল। পরে রূপসা কুদিরবটতলা এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এসময় আরও একজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, লোহার রডসহ ডাকাতির জন্য ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!