খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

খুলনায় ১০ মামলার আসামী যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ১০টি মামলার আসামি গ্রেফতারকৃত যুবলীগ নেতা রহিম গাজীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রহিম গাজী দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গ্রেপ্তারকৃত রহিম গাজী ফুলতলা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ৫৬ নং এজাহাররভুক্ত আসামি। রহিম গাজীর বাড়ি দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে। পিতার নাম খয়বার গাজী।

ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ খুলনা গেজেটকে বলেন, রহিম গাজীর বিরুদ্ধে মোট ১০ টি মামলা রয়েছে। র‍্যাব-৬ ‘র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। ওইদিন রাতে ফুলতলা থানায় হস্তান্তর করে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ফুলতলা থানা পুলিশ  রহিম গাজীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, দিঘলিয়া থানায় রহিম গাজীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় আগমন উপলক্ষে নগরঘাট ফেরিঘাটে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার দুই বছর পর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ৫৩ নং আসামি করা হয় রহিম গাজীকে। মামলা নং ১৩। তাং ২৭/৮/২০২৪। মামলার বাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল পারভেজ কাকন। একইদিন দিঘলিয়া উপজেলার পুটিমারী বটতলা মোড়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে ১৭ নং এজাহার ভুক্ত আসামি করা হয়। মামলা নং ১৪। তাং ২৯/৮/২০২৪। মামলার বাদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম। ৫ আগস্ট শিববাড়ি মোড়ে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে চন্দনীমহল খেয়াঘাটে জাহিদুল মোল্লা নামে চন্দনীমহল গ্রামের জনৈক এক যুবকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে ১৬ নং এজাহার ভুক্ত আসামি করা হয়। মামলা নং ১২। তাং ২৭/৮/২০২৪। মামলার বাদী মোঃ জাহিদুল মোল্লা।

এছাড়াও ২০২২ সালের ২১ অক্টোবর খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে ফুলতলা উপজেলার শিকিরহাট থেকে ট্রলারযোগে যাওয়ার পথে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাঁটাবনে দলীয় নেতা-কর্মীদের উপর হামলা এবং ওই হামলায় দলীয় এক কর্মীর মৃত্যুর ঘটনায় ফুলতলা থানায় দায়েতকৃত মামলার এজাহারভুক্ত ৫৬ নং আসামি করা হয় তাকে। মামলা নং ৮। তাং ২৯/৮/২০২৪। মামলার বাদী জেলা বিএনপি’র তৎকালীন আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হক বাপ্পী। একই ঘটনায় দিঘলিয়া থানায় দায়েরকৃত অপর একটি মামলায় রহিম গাজীকে ৪৫ নং আসামি করা হয়। মামলা নং ৩। তাং ৪/৯/২০২৪। মামলার বাদী ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু।

যুবলীগ নেতা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!