খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত দশটার দিকে নগরীর বাবু খান রোডের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাড়ি গেট ভেঙে ভেতর প্রবেশ করে তাদের ব্যবহৃত প্রাইভেটকার কুপিয়ে ফেলে রেখে যায়।
দাদু ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম লুনিক বলেন, রাত ১০টার দিকে মটর সাইকেলে আসা ৫/৬ জন যুবক বাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার গাড়ির টায়ার কুপিয়ে নষ্ট করেছে। এ সময় গুলির শব্দ শোনা গেছে বলে জানান তিনি।
তবে খুলনা সদর থানার ওসি বলেন, গুলির কোনো আলামত পাওয়া যায়নি। তবে ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চাকা পাংচার হয়েছে।
তিনি বলেন, কয়েক জন যুবক সাবেক এমপির ভাইপো জুম্মানকে ডাকাডাকি করেছে। কেন তাকে খুঁজছিল-অনুসন্ধান চলছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা হবে।
প্রয়াত এমপি দাদু ভাইয়ের ছেলে লুনিক দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন, ঈদে বাড়িতে এসেছিলেন। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে না বলে জানান তিনি।
খুলনা গেজেট/হিমালয়/এএজে