খুলনায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত যুবক হলেন, সোনাডাঙ্গা মডেল থানাধীন আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মো: শহিদুল ইসলামের ছেলে মো: আব্দুর রহিম। ঘটনার পরপর ওই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন আহত ওই যুবক। এর কিছুক্ষণ ২-৩ জন যুবক আহত ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের আঘাতে যুবকটি মাটিতে পড়ে যায়। পরে যুবককে কুপিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ওই যুবকের মাথা এবং দুই পা জখম হয়। ওই যুবকের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। তবে কি কারণে তার ওপর এ হামলা চালিয়েছে বলতে পারেননি কেউ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লীর বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭ টার দিকে। ২-৩ জন যুবক তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার রহস্য উদঘাটন করার জন্য তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
খুলনা গেজেট/সাগর/এমএম