খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মহানগরীর শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরের শিববাড়ি মোড়ে ওই মিছিল করার জন্য জড়ো হন তাঁরা।
এদিকে ওই সময়েই শিববাড়ি মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন।
অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন জিয়া হল চত্বরের পাশেই শিববাড়ি মোড় চত্বরে। দুই দলের অবস্থানের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে ময়লাপোতার দিকে রওনা দেয়। মিছিল সহকারে কিছুদূর এগিয়ে আবার ফিরে এসে জীবন বীমা অফিসের বিপরীত পাশে অবস্থান নেয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিববাড়ি মোড়েই অবস্থান নেয়। দুই পক্ষ এক ঘন্টার বেশি সময় পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সোয়া ১০টার দিকে ফের মিছিল সহকারে শিববাড়ি মোড়ে অবস্থান নিলে আবারও মুখোমুখি হয় তারা। এসময় উত্তেজনা বিরাজ করে। পরে রাত ১০ টা ৪০ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
খুলনা গেজেট/এএজে