খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজীত ভলিবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী দিনের খেলায় ‘ক’ গ্রুপে বিদ্যুৎ ক্লাব চ্যাম্পিয়ন, ‘খ’ গ্রুপে কিশোর কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন, ‘গ’ গ্রুপে ইয়ং বিদ্যুৎ ক্লাব চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী। জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ভলিবল লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোঃ জাকির হোসেন রিপন, মোঃ সাইফুল ইসলাম, শাহানাজ খাতুন, লীগ পরিচালনা কমিটির সম্পাদক মোঃ মঈনুল ইসলাম মঈনসহ অংশগ্রহনকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তারা।
খুলনা গেজেট/এমএম