খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

খুলনায় বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

বিএফএফ-সমকাল দশম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৪ এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সমপন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রোববার(১২মে) খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

খুলনা বিভাগের ১০টি জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয়গুলো বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে রানারআপ হয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া করোনেশন স্কুলের দলনেতা তাহসিন তাহিয়া ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে।

রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

বিতর্ক উৎসবে মডারেটর দায়িত্ব পালন করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক শেখ দিদারুল আলম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের যুগ্ম পরিচালক এন এ এম সারওয়ারে আখতার, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।

সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন নৈয়ায়িকের সাবেক সংগঠক আল মাহ্দী ও নাজমুল হোসাইন।

বিতর্কে অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, যশোর জিলা স্কুল, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া আড়য়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এর আগে বিদ্যালয়গুলো স্ব স্ব জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, সুহৃদ সমাবেশ খুলনার আহ্বায়ক এম সাইফুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!