খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

খুলনায় বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী

গেজেট ডেস্ক

খুলনায় বিএনপির উদ্যোগে নগরীতে এক মাদকবিরোধী র।‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৪টায় নগরীর খালিশপুর থানার ৭, ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালিশপুর এলাকায় এই সমাবেশ-র্যালী হয়েছে।

স্থানীয় চিত্রালী বাজার চত্ত্বরে মাদক বিরোধী র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা।

খালিশপুর থানা সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসানউল্লাহ বুলবুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন খান, ৮নং ওয়ার্ড বিএনপি মোঃ সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. মাফিজুর রহমান, মো. সবুজ, রসিউর রহমান, রুবেল, হৃদয় মাষ্টার, কালু, জাহাঙ্গীর, আলমগীর, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।

এ সময় বিএনপির সকল নেতৃবৃন্দ একযোগে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র‌্যালী শুরু করে। র‌্যালীটি বিআইডিসি রোড হয়ে ক্রিসেন্ট গেটে গিয়ে শেষ হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!