খুলনার নগরীর শিববাড়ি মোড়ে বাটা কোম্পানির শোরুম ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শোরুম ম্যানেজার তাহিদুল ইসলাম বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ৭০০-৮০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ইসরায়ের বিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী বাটার শোরুমে ভাংচুর ও লুটপাট চালায়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিববাড়ি মোড় বাটার শো রুমের ম্যানেজার ৭০০-৮০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলায় ভাঙচুর ও লুটপাটের কারণে তাদের ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। কেএফসি এবং ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হাই জানান, শিববাড়ি মোড় এবং আশপাশের এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সোমবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।