তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। তীব্র তাপ প্রবাহের মধ্যে শনিবার (২০ এপ্রিল) খুলনায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতবছর ২০২৩ সালের ১৬ এপ্রিল তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে নগর জীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। উচ্চবিত্তের অনেকে প্রয়োজন ছাড়া দুপুরবেলা কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
এদিকে তীব্র তাপদাহে আরও ৭ সাত দিন স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা কিছুটা স্বস্তি মিলেছে অভিভাবকদের মাঝে।
খুলনা গেজেট/এএজে