খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
আহবায়ক হাবিব, সদস্য সচিব হেদায়েৎ

খুলনায় ‘পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ক্রিয়াশীল সাংবাদিক সকল সংগঠনের যৌথ উদ্যোগে খুলনায় আত্মপ্রকাশ করেছে ‘পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা’। দলমত নির্বিশেষে সাংবাদিকদের পেশাজীবী অধিকার আদায় ও সুরক্ষার মূল লক্ষ্যকে সামনে রেখে এ সংগঠনটি আত্ম প্রকাশ করলো। রবিবার (১৯ মে) দুপুরে সংগঠনগুলোর যৌথ মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নগরীর একটি অভিজাত হোটেলে এ পেশাজীবী সাংবাদিকদের এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির আহব্বায়ক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা দক্ষিণাঞ্চল প্রধান এস এম হাবিব। যুগ্ম আহবায়ক হয়েছেন বিএসএস’র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এস এম জাহিদ হোসেন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, বিএফইউজের নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের কৌশিক দে বাপী, খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ , খুলনা টিভি ক্যামেরা এসোসিয়েশনের আহ্বায়ক ও সময় টিভি ব্যুরো প্রধান নেয়ামুল হোসেন কচি. খুলনা কোর্ট রিপোর্টার ইউনিটির সভাপতি ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার এম এ জলিল। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বিএফইউজের যুগ্ম মহাসচিব ও ঢাকা ট্রিবিউনের হেদায়েৎ হোসেন মোল্লা।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন কাজী মোতহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মো. শাহ আলম, আবু তৈয়ব, মোজাম্মেল হক হাওলাদার, এনামুল হক, মহেন্দ্র নাথ সেন, বাবুল আখতার, আমিরুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, সাঈয়েদুজ্জামান সম্রাট, কাজী শামীম আহমেদ, রকিব উদ্দিন পান্নু, আব্দুল হামিদ, অভিজিৎ পাল, দানিয়েল সুজিত বোস, আবু নুরাইন খোন্দকার, আমজাদ আলী লিটন, শেখ হেদায়েত উল্লাহ, এস এম মনিরুজ্জামান, উত্তম সরকার, তরিকুল ইসলাম ডালিম, আমিরুল ইসলাম বাবু, হাসান আল মামুন, শাহজালাল মোল্লা মিলন, আবু সাঈদ প্রমুখ।

জেষ্ঠ্য সাংবাদিক এস এম হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজী মোতাহার রহমান বাবু, এস এম জাহিদ হোসেন, এনামুল হক, মুন্সি মাহবুব আলম সোহাগ, মোজাম্মেল হক হাওলাদার, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কৌশিক দে বাপী, মোস্তফা জামাল পপলু, বাবুল আকতার, এম এম জলিল, রকিবুল ইসলাম মতি, সুমন আহমেদ, আবু সাঈদ, অভিজিৎ পাল, লিয়াকত হোসেন, উত্তম সরকার, শাহ জালাল মোল্লা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও মানুষের অধিকার আদায়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ বর্তমানে কতিপয় ব্যক্তি এই পেশার মর্যাদা নষ্ট করছে। তাই প্রকৃত পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!