খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় ছাত্রশিবিরের পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় টানা তাবদাহে অতিষ্ঠ জনজীবন। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী ও পথচারীদের এই গরম থেকে স্বস্তি দিতে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাডাঙ্গা থানা (উত্তর) শাখা। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর নিউমার্কেট এলাকায় এসব বিতরণ করা হয়।

এ সময় ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি আমিরুল ইসলাম,পরিকল্পনা সম্পাদক তৈয়বুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি এসএম বেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ছাত্র শিবিরের মহানগর সেক্রেটারি আমিরুল ইসলাম জানান,  এ পর্যন্ত  এক হাজার রিকশাচালক ও পথচারীদের পানি-স্যালাইন, ক্যাপ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ২৭ এপ্রিল ছাত্রশিবির বিএল কলেজ শাখার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। মহানগর সভাপতি তৌহিদুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

খুলনা গেজেট/হ ম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!