পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।
তবে সোমবার ঈদ ধরেই প্রস্তুতি সম্পন্ন করেছে কেসিসি। খুলনায় পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় সার্কিট হাউজ ময়দানে। ইতোমধ্যে মাঠের প্রস্তুতি শেষ হয়েছে। আবহাওয়া আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮ টায়, দ্বিতীয় জামাত সকাল ৯ টায় এবং তৃতীয় জামাত সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
এ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতটি খুলনার সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে ধারণা হচ্ছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮ টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯ টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর দৌলতপুর এলাকার সরকারি বি.এল কলেজ মাঠে সকাল ৮ টায়, মুজগুন্নি আবাসিকের বায়তুন নাজাত জামে মসজিদে সকাল ৮ টায়, মহেশ্বরপাশা সাড়াডাঙ্গা মাঠে ৮ টায়, পাবলা সবুজ সংঘ ঈদগাহ্ সকাল ৮ টায়, দৌলতপুর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ্ সকাল ৮ টায়, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সকাল ৭ টায়, দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে সকাল সাড়ে ৭ টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ সকাল ৮ টায়, দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ্ সকাল সাড়ে ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/হিমালয়