বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র একটি প্রতিনিধিদল শনিবার (১ মার্চ) খানজাহান আলী থানার শিরোমণি খুলনা যশোর-মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউজিসি’র সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম, লাইব্রেরি, ল্যাবরেটরি, একাডেমিক অগ্রগতি এবং সার্বিক উন্নতি পর্যবেক্ষণ শেষে প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ড. সুলতান মাহমুদ ভূঁইয়া ও নূরী শাহরীন ইসলাম। এ সময় তারা বিএইউএসটি খুলনার বিভিন্ন একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে ইউজিসি’র প্রতিনিধি দল বাইপাস সড়কে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল বিএইউএসটি খুলনার শিক্ষার মান, আধুনিক ল্যাব সুবিধা, শিল্প-সংশ্লিষ্ট গবেষণা এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরির প্রচেষ্টার ভূয়সী প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জন ও অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে