খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

খুলনায় অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের বাঁছাই ১৫ মে

ক্রীড়া প্রতিবেদক

খুলনায় অনূর্ধ্ব-১৭ ফুটবল খোলায়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৫ মে)। খুলনা জেলা স্টেডিয়ামে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) সকাল ৮টায় ‘বাংলাদেশ এ-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫’ এর খেলায় অংশগ্রহণের লক্ষ্যে খুলনা জেলা দল গঠনের জন্য এ বাঁছাই অনুষ্ঠিত হবে।

যে সকল খেলোয়াড়ের জন্ম তারিখ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের জন্ম সনদ ও দু’কপি ছবিসহ ওই দিন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর নিকেট রিপোর্ট করতে হবে। ‘ইউসিবি বাফুফে এ-১৫ ফুটবল লীগ’ এ অংশগ্রহণকারী খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!