খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

খুমেক হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজের ১৯তম শিক্ষার্থী ব্যাচ ‘রাজ-১৯’ সদস্যদের উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার কক্ষে কলেজ ও হাসপাতাল কতৃপক্ষের কাছে মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই গুরুত্বপূর্ণ মেশিন প্রদানের মাধ্যমে একদিকে যেমন করোনার সর্বোচ্চ মৃত্যুহার কমানোয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। অপরদিকে এ কাজে অনুপ্রাণিত হয়ে অন্য ব্যক্তি/সংগঠনও নিশ্চয়ই এগিয়ে আসবেন।

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে মেশিনটি গ্রহণ করেন যথাক্রমে অধ্যক্ষ প্রফেসর ডা: মো. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ও সার্বিক সমন্বয়ক করোনা ডা: মেহেদী নেওয়াজ, ডাঃ: ফরিদ আহমেদ ও উপ পরিচালক ডা: বিধান চন্দ্র ঘোষ।

হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিকেল ১৯ ব্যাচের সদস্য ডা: সুনীল কুমার বিশ্বাস, ডা: ফৌজিয়া বেগম, ডা: রওশন আরা শানু এবং গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন।

অনুষ্ঠানে বলা হয়, করোনা ডোনেশন ফান্ড সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন হাসপাতালের কোভিড ইউনিটে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা (HFNC) সেট প্রদান করে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছেন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ‘রাজ-১৯’ এর সদস্য এবং গ্লোবাল খুলনার উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর ডা: শেখ মোহাম্মদ আলীমুজ্জামান, ডা: শামসুল আলম মল্লিক এবং অধ্যাপক ডা: বিশ্বাস আখতার হোসেন এর মাধ্যমে খুলনার জন্য এই মেশিন অনুদান হিসেবে দেয়ার অনুরোধ জানানো হয়েছিলো, ‘রাজ-১৯’ এর খুলনায় বসবাসরত সদস্য এবং গ্লোবাল খুলনার পক্ষ থেকে।

রাজশাহী মেডিকেলের ১৯ ব্যাচের ছাত্ররা অতীতের ন্যায় এবারও খুলনার চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করতে এবং সংকটাপন্ন রোগীদের বাচাতে যে মানবিক উদ্যোগ নিয়েছেন এজন্য গ্লোবাল খুলনা সকল খুলনাবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!