খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনাভাইরাস প্রতিরোধে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র তালুকদার আব্দুল খালেক এটি খুমেক কতৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনার এক বিশিষ্ট ব্যবসায়ীর করোনাভাইরাস প্রতিরোধে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা কিনতে সহায়তা করেন।
খুলনা গেজেট/এনআইআর