খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

খুমেকের নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ-এর নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতিমূলক সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। সোমবার (১ আগষ্ট) সকাল ১০ টায় কলেজের এস এম সুলতান অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ দীন-উল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডাঃ এস এম খালিদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।

বিশেষ অতিথি ছিলেন খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কুতুব উদ্দীন মলি­ক, একাডেমিক কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ খসরুল আলম মলি­ক, ফেইজ ১ কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ বাপ্পা গৌতম।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মহিবুল হাসান খান ও ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে, জাতীয় চার নেতাসহ অন্যান্য শহীদদের, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং করোনা অতিমারিতে নিঃস্বার্থ সেবাদানে প্রাণ উৎসর্গীকৃত চিকিৎসকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!