খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

খুবি শিক্ষার্থীদের “সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন”

অর্ক, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস- ২০২৪ কে সামনে রেখে ইউথ ফর পলিসি’র উদ্যোগে খুলনার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে “সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন”।গত ২রা জুন রবিবার ‘গ্রিনার আর্থ ফর এ বেটার টুমোরো’ প্রতিপাদ্যে মোট ৫৩ জন সুবিধাবঞ্চিত মেয়ে শিশুর অংশগ্রহণে ক্যাম্পেইনটি পালিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমানে অধ্যায়নরত মোট আটজন শিক্ষার্থী(মৃত্তিকা,পানি ও পরিবেশ ডিসিপ্লিনের রিফা কবির ও ত্রয়ী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অজয় মজুমদার ও ইনজামুমুউল হক তনয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ইব্রাহিম খলিল, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সঞ্চিতা দেবনাথ,ইসিই ডিসিপ্লিনের সৈকত প্রিয়)ক্যাম্পইনটি পরিচালনা করেন।

ক্যাম্পেইনটির মাধ্যমে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের শেখানো হয় পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর পদক্ষেপ, প্লাস্টিকের ব্যাবহার কমানো, পানি ও বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ দিন দিন বেড়ে যাওয়া, গাছ লাগানোর প্রয়োজনীয়তা, তাপমাত্রা বৃদ্ধিতে করণীয়, নারীদের অধিকার ও সাবলম্বী হয়ে ওঠা ইত্যাদি বিষয়। এ সেশনে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম , বৃক্ষ রোপণ কর্মসূচি ছাড়াও চলমান পরিবেশ সচেতনতা ও কার্যক্রম বজায় রাখার জন্য গ্রিন ক্লাব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। শিশুদের পরিবেশ রক্ষায় ভুমিকা রাখার প্রতিজ্ঞাসরুপ শিশুরা একটি প্রতিকী “হ্যান্ড ট্রি” তৈরি করে। অবশেষে সবুজ বিশ্ব গঠনের প্রত্যয়ে শিশুরা তাদের ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারা রোপন করে।এ ক্যাম্পেইনে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ফোকাল পারসন রিফা কবির বলেন,”পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ব পালন করার জন্য সচেতন হওয়া জরুরি। আমরা এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের পরিসর বাড়িয়ে আরো বেশি শিশু-কিশোরদেরকে এর সাথে সম্পৃক্ত করতে চাই, যাতে তারা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে পারে। পরিবেশ রক্ষার এই যুদ্ধে আমরা সবাই একসাথে এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দেই।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!