বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহে বিশ্ববিদ্যালয়সমূহসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হামলা ও সহিংসতায় আজকে (১লা আগস্ট) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বধ্যভূমিতে(গল্লামারি) যেয়ে চোখে মুখে লাল কাপড় বেধে নিরব প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরে গ্রাফিতি অঙ্কন করে।
এরপর সন্ধ্যায় কোটা আন্দোলনে শহীদদের স্মৃতিচারনে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন (খাজা গেট) এ বিপ্লবী গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিপ্লবী ও দেশাত্মবোধক গান গায়।
উল্লেখ্য গতকালের (৩১ জুলাই) আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ খুলনার প্রায় শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অনেকে গুরুতর আহত হয়।এর আগে, মঙ্গলবার (৩০শে জুলাই) রাতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছু অংশ। কিন্তু পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার বিষয়ক ঐ প্রেস ব্রিফিংকে “জোরপূর্বক” এবং “নোংরা রাজনীতির অংশ ” বলে প্রশ্নবিদ্ধ করে তা প্রত্যাখ্যান করে।
খুলনা গেজেট/কেডি