খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের ২০২৫–২০২৬ রোটারী বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনেরর তৃতীয় শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় শিক্ষার্থী মো. রেজওয়ানুল হক রাদ। মঙ্গলবার (১ জুলাই) এ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল, সৈকত প্রিয়, এবং সাফায়েত ইসলাম শুভ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম হাসান, আর পাবলিক ইমেজ চেয়ারের দায়িত্বে রয়েছেন সৌমিত্র রায়। তাহেরা তুজ জোহরা নেহা মেম্বারশিপ চেয়ার, মাহবুবুর রহমান আকাশ সার্ভিস প্রজেক্ট চেয়ার, রাবেয়া বশরি আঁখি মেন্টাল হেলথ চেয়ার এবং রানা মিয়া রোটার্যাক্ট ফাউন্ডেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর হয়েছেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল নোমান, শিরিনা আক্তার সুমা এবং মো. তামিম হাসান। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মারুফ রহমান। আব্দুল মান্নান জয় ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর, অনিন্দিতা বিশ্বাস, রাকিব তালুকদার ও তাসমেয়া হাসান তানিশা ক্লাব সার্ভিস ডিরেক্টর, এবং কমিউনিটি সার্ভিস ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন লিওন (ডিরেক্টর), পার্থ ও সাবদিদ (সহকারী ডিরেক্টর)।
এছাড়া প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন ফারজানা, মৌমতাহেনা ও মিশু। ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন আবির, তুহি ও সুবাহ। ক্লাব সম্পাদক হিসেবে আছেন মেফাদ এবং সার্জেন্ট অ্যাট আর্মস পদে রয়েছেন পূজা ও আরনী। সহকারী ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর হয়েছেন সঞ্চিতা, এবং ব্লাড সার্ভিস ইউনিটে দায়িত্ব পালন করবেন নিধি, সাবির ও প্রিয়ন্তি।
নবনির্বাচিত সভাপতি নোমান বলেন, রোটার্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি আমার কাছে কেবল একটি ক্লাব নয় এটা আমার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। রোটারি বর্ষ ২০২৫-২৬ এর প্রেসিডেন্ট হিসেবে আমি চাই, আমরা যেন একসাথে এমন কিছু কাজ করতে পারি, যেগুলো ক্লাব মেম্বার সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জীবনে ইতিবাচক ও সত্যিকারের পরিবর্তন আনে। ছোট ছোট কাজগুলো দিয়েই আমরা গড়ে তুলবো বড়ো কোনো পরিবর্তনের পথ।
প্রসঙ্গত, খুবি রোটার্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন, যা বিগত দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সমাজসেবা, রক্তদান, সচেতনতামূলক প্রচারাভিযানসহ নানামুখী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এই ধারাবাহিকতা আরও সুসংগঠিত এবং গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
খুলনা গেজেট/মামুন/এইচ