রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির ২০২৪-২৫ রোটারি বর্ষের নতুন বোর্ড আজ ২৮ জুন (শুক্রবার) ঘোষণা করা হয়েছে।যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অজয় মজুমদার এবং সম্পাদক গণিত ডিসিপ্লিনের মোঃ মেহেদী হাসান।
২০২৪-২৫ রোটারি বর্ষের এবারের বোর্ডে মোট ৩০ জন সদস্য স্থান পেয়েছে। যাদের ভিতর সহ-সভাপতি পদে আছেন ইশতিয়াক আহমেদ সাজিদ, জারিন রেশনী প্রভা, মাহাবুব আলম যুবায়ের, তৌফিকুর রহমান তামিম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো: ইমজামাম-উল-হক এবং সহকারী কোষাধ্যক্ষ তামিম হাসন। সার্ভিস প্রোজেক্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কিফায়াত আরা রিফা এবং সার্ভিস প্রোজেক্ট কো-চেয়ার হিসেবে জি. এম. রাকিব।
এছাড়াও মেম্বারশিপ চেয়ার মো: আমানউল্লাহ, পাবলিক ইমেজ চেয়ার মাহফুজুর রহমান, রোটার্যাক্ট ফাউন্ডেশন চেয়ার রাফিউল ইসলাম সাজিদ, মেন্টাল হেলথ চেয়ার ম.ই.ম ফাহাদ, মেন্টাল হেলথ কো- চেয়ার নিশাত তাহিয়া এবং এডিটর হিসেবে পারভেজ মোশারফ দায়িত্ব পালন করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সৈকত প্রিয়ো, তাহেরা তুজ জোহরা এবং আবদুল্লাহ আল নোমান। ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টরে মো: রেজোয়ানুল হক রাদ। কমিউনিটি সার্ভিস ডিরেক্টর হিসেবে মাহবুবুর রহমান আকাশ এবং সহকারী কমিউনিটি সার্ভিস ডিরেক্টর এ কাইসার হামিদ দায়িত্বরত থাকবেন।
এছাড়াও প্রফেশনাল সার্ভিস ডিরেক্টরে কাজ করবেন সাফায়েত ইসলাম শুভ এবং সহকারী প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর হিসেবে মো: ইব্রাহিম খলিল। ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এ থাকছেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর, সহকারী ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মৌমিতা আনিস হিজল। ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে মো: কামরুল ইসলাম এবং সহকারী ক্লাব সার্ভিস পদে রানা মিয়া।এবং ডিরেক্টর সার্জেন্ট এ্যাট আর্মস রাইতা সারওয়ার ও সহকারী সার্জেন্ট এ্যাট আর্মস হিসেবে জাহিদুর রহমান রাজিব,ব্লাড সার্ভিস ডিরেক্টর ফারজানা আফরোজ শান্তা, সহকারী ব্লাড সার্ভিস ডিরেক্টর মুশফিকা কবির, কার্যনির্বাহী ব্লাড সার্ভিস সদস্য প্রেমো সুলতানা এবং রাবেয়া বশরী আঁখি দায়িত্ব পালন করবেন।
রোটার্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটির নবনির্বাচিত সভাপতি অজয় মজুমদার বলেন, “রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি সবসময়ই মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট এবং আশেপাশের কমিউনিটির সকলের সহায়তার জন্য কাজ করে থাকে। আমিও এই পথ ধরেই সামনে এগিয়ে যেতে চাই। ক্লাবের মেম্বারদের সর্বাত্মক উন্নতি এবং সফলতা কামনা করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাবের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে সামনে নিয়ে আসবে এবং নিজেদেরকে উন্নতির চরম শেখরে নিয়ে যাবে আশা করি। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা তৈরি করবে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।”
খুলনা গেজেট/এনএম