খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

খুবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে দেবাশীষ-বিজন

অর্ক মন্ডল, খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি আজ ২৯ অক্টোবর মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি মনোনীত হয়েছেন মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ অধিকারী ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এডুকেশন ডিসিপ্লিনের শিক্ষার্থী বিজন কুমার রায়।

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নবনির্বাচিত সভাপতি দেবাশীষ অধিকারী এ বিষয়ে বলেন,”এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের লক্ষ্য থাকবে গবেষণামূলক কাজকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ জাগানো। আমরা একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে। এই সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং একে সফলভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করছি।”

এবারের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি মনোনীত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের রেজওয়ানুল ইসলাম ও সিএসসি ডিসিপ্লিনের সৌরভ দাশ। যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন ডিসিপ্লিনের তপন কুমার কুন্ডু ও ফার্মাসি ডিসিপ্লিনের মোঃ সজীব। সাংগঠনিক সম্পাদক মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিনের নিশাত জাহান নাদিরা, দপ্তর সম্পাদক সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের গৌর মুন্ডা, প্রচার সম্পাদক ইংলিশ ডিসিপ্লিনের মোঃ মেহেদী জামান, যোগাযোগ সম্পাদক পরিসংখ্যান ডিসিপ্লিনের কাজী সাহেব ইকবাল, আইটি সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আশিকুর রহমান উজ্জ্বল, প্রকাশনা বিষয়ক সম্পাদক ফার্মাসি ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না, অর্থ সম্পাদক সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের আসমাউল হুসনা, আন্তর্জাতিক বিষয়ক ফার্মাসি ডিসিপ্লিনের সম্পাদক ইমন আল মাহমুদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেক্রেটারি উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চয়ন বক্সি।

এছাড়াও সংগঠনটির ২৪-২৫ কমিটির নির্বাহী সদস্যরা হলেন সঞ্জিব দাশ, মাহবুবুর রহমান আকাশ, নাইমুজ্জামান দিপু,মোঃ তৌকির জদ্দার, আলিফ মাহমুদ, আবদুল্লাহ আল নোমান,রায়তা সারোয়ার, হৃদয়, শারমিন সুলতানা, নুসরাত জাহান, মেহেরুন্নেসা কওমী, তানভীর কবির সোহান,মোঃ মোকাররম হোসেন,এম এম ফারহান শাহরিয়ার,আল মুবিন শামস।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!