খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

খুবি রিসার্চ সোসাইটির উদ্যোগে স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান

গে‌জেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই গবেষণা কাজে যুক্ত হওয়া দারুণ এক অনুভূতি। বিশেষ করে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজের কাছে নিজেদের মৌলিকত্ব তুলে ধরতে পারে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ, প্রজেক্ট পেপার লেখা, জার্নাল আর্টিকেল পাবলিকেশনসহ নানা বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক বছরে তাদের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।

এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। একই সাথে শিক্ষার্থীদের এসব অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা ও নানা ধরনের পরামর্শ প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ইভ্যালুয়েশন এসোসিয়েট (ফিচার) শামীমা পারভীন। সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঈমুর রহমান মুন্না ও রুকাইয়া বিনতে সুজাউদ্দিন।

পরে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!