খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালের প্রথম খেলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট ১১০ রানের বিশাল ব্যবধানে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টকে পরাজিত করেছে। টস জিতে ব্যাট করতে নেমে ডেভেলপমেন্ট স্টাডিজ নির্ধারিত ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে বড় সংগ্রহ এনে দেয় আব্দুর রহমান।
জবাবে পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডেভেলপমেন্ট স্টাডিজের আব্দুর রহমান।
দ্বিতীয় ম্যাচে বাংলা ডিসিপ্লিন ৮ উইকেটে ক্যামেস্ট্রি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ক্যামেস্ট্রি ডিসিপ্লিন ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলা ডিসিপ্লিন ৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে জয়েল লক্ষে পৌঁছে যায়।
বিকালের তৃতীয় ম্যাচে বায়োটেকনোলজি এন্ড জেনেরিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৭ উইকেটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বায়োটেকনোলজি এন্ড জেনেরিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করে জয়েল লক্ষে পৌঁছে যায়।
খুলনা গেজেট/এম মিলন