খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ( ১৪ জুলাই ) বিকাল ৫টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২০-২৩ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে শিক্ষার অনুকূল পরিবেশ ও সময়োপযোগী কারিকুলাম। এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা আমাদের একটা সাফল্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মাস্টার্স ও পিএইচডি ২ জন শিক্ষার্থীকে প্রতিবছর গবেষণা অনুদান দেওয়া হয়। গত আর্থিক বছরে খুলনা বিশ্ববিদ্যালয় এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ বরদ্দ পেয়েছে যা আমাদের অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য সঠিকভাবে ব্যয় হচ্ছে। তিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ৫টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের এমওইউ স্বাক্ষর হয়েছে যার প্রত্যেকটির সাথে অ্যালামনাই এর অবদান রয়েছে। তিনি অ্যালামনাইদের প্রতি নিজের জন্য কিছু করা ও নিজের প্রতিষ্ঠানের জন্য কিছু করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ এবং নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা সরোয়ার। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, নবনির্বাচিত কমিটির সভাপতি এজেডএম আনোয়ারুজ্জামান (আনোয়ার) এবং সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা। এর আগে কমিটির পক্ষ থেকে উপচার্যকে শুভেচ্ছাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমিটি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
খুলনা গেজেট/কেডি