খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

খুবি’র সামনে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু, বিএল কলেজের সামনে শিগ‌গিরই

একরামুল হোসেন লিপু

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ। এছাড়া খুলনা যশোর মহাসড়কের সরকারি বিএল কলেজের সামনেও সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। ব্রিজ ২টি নির্মাণের কাজ পেয়েছেন কংক্রিট এন্ড স্টিল টেকনোলজি লিঃ, আবিদ মনসুর কনস্ট্রাকশন (জেভি) নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ইতিমধ্যে খুবি’র প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজ নির্মাণেের কাজ সম্পন্ন করতে হবে।

সওজ ‘র উপ-সহকারী প্রকৌশলী আলহাজ্ব এইচ এম শোয়েব হোসেন খুলনা গেজেটকে বলেন, ১১টি পিলারের উপর ব্রিজের স্টিল প্লেট স্থাপন করা হবে। প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে। ১১টি পিলারের মধ্যে ইতিমধ্যে ৫টি পিলারের বেজ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যা মূল কাজের ২৫ থেকে ৩০ শতাংশ। বাকি পিলারগুলার বেজ ঢালাইয়ের কাজ দ্রুতই সম্পন্ন হবে।

তিনি বলেন, ১১টি পিলার তৈরির কাজ সম্পন্ন হলে চট্টগ্রামে তৈরি ওয়ার্কশপ থেকে স্টিলের প্লেটগুলো এনে পিলারের উপর স্থাপন করা হবে। নির্ধারিত সময় ৩০ ডিসেম্বরের পূর্বেই ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সওজ সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য তাগিদ দিয়ে আসছিলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরও ডিও লেটার প্রদান করেন। স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার প্রদান করেন। এরই প্রেক্ষিতে খুলনা সওজ উক্ত স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য গত বছরের শেষের দিকে পরিকল্পনা গ্রহণ করে। এবং সম্ভাব্য ব্যয় ৫ কোটি টাকা ধরে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে। কিন্তু ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা।

খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ জানান, হানিফ ফ্লাইওভার থেকে নেমে প্রথম যে ফ্লাইওভারটা নৌকার মতো ঠিক সেই আদলে এই ফুটওভার ব্রিজটি হবে। ব্রিজটিতে এসটিলেটার ব্যবহারের ফ্যাসালিটি রাখা হয়েছে।

তিনি বলেন, ব্রিজটি হবে খুবই দৃষ্টিনন্দন। এটি নির্মিত হলে দুর্ঘটনা রোধসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র /ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধরণ পথচারীরা ফুটওভার ব্রিজ দিয়ে অবাধে চলাচল করতে পারবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র /ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুফল বয়ে আনবে।

খুলনা- চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কটি খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। উক্ত সড়কটির ৪ কিলোমিটার অংশ (ময়লাপোতা মোড় হতে জিরো পয়েন্ট পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং গল্লামারীতে নির্মিত মহান স্বাধীনতার স্মৃতিসৌধও এই মহাসড়কের পাশে অবস্থিত। ফুটওভার ব্রিজটি নির্মিত হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্থানে শিক্ষক, ছাত্র/ ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের জন্য বিশেষ সুফল বয়ে আনবে। এবং বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে নিরাপদ যাতায়াতের পথ সুগম হবে।

সরকারি বিএল কলেজের সামনে ফুটওভার ব্রিজঃ সূত্রমতে, খুলনা যশোর জাতীয় মহাসড়কের দৌলতপুর সরকারি বি এল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২৯ মে ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে বলা হলেও নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা।

সওজ’র উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা খুলনা গেজেটকে বলেন, বিএল কলেজের সামনে ফুটওভার ব্রিজটি অনেকটা খুবি’র ব্রিজের ডিজাইনের আদলে হবে। ব্রিজটি নির্মাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সড়কের পাশে বিদ্যুতের খুঁটি অপসারণ প্রক্রিয়াধীন রয়েছে। ব্রিজের প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে।

তিনি বলেন, কাজ শুরু হলে নির্ধারিত সময় চলতি বছরের ৩০ ডিসেম্বরের পূর্বেই ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৌলতপুর সরকারি বি এল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে গত বছরের ২৪ ফেব্রুয়ারী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হাওলাদার সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদেরের কাছে দেওয়া ডিও লেটার প্রদান করেন। এতে তিনি উল্লেখ করেন, খুলনা-যশোর জাতীয় মহাসড়কটি বিভাগীয় শহর খুলনার সাথে মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও ভোমরা স্থলবন্দর তথা সমগ্র বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম। এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সড়কটির গুরুত্ব অপরিসীম। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে বিভাগীয় শহর খুলনা হতে গোপালগঞ্জ হয়ে রাজধানী ঢাকা যাওয়ার ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সড়কটির খুলনা মহানগরীর দৌলতপুর নামক স্থানে বিএল কলেজসহ এর সামনে সেফ এন্ড সেভ শপিং সেন্টারসহ আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, হাজার হাজার দোকানপাটসহ অনেকগুলি যাত্রী পরিবহন কাউন্টার রয়েছে। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলের কারণে বিশেষ করে সড়ক পারাপার হওয়ার সময় ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। ওই স্থানে সুষ্ঠু যানবাহন চলাচল তথা জানমালের নিরাপত্তার স্বার্থে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি প্রয়োজন। সিটি মেয়রের ডিও লেটার এর প্রেক্ষিতে খুলনা সওজ থেকে তখন ওই স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এবং সাড়ে ৪ কোটি টাকা ব্যয় ধরে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ব্রিজটি নির্মাণের জন্য পাস হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা।

খুলনাবাসী প্রত্যাশা করছে কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময় ৩০ ডিসেম্বরের মধ্যে যথাযথ মান বজায় রেখে ফুট ওভার ব্রিজ ২টি’র নির্মাণ কাজ সম্পন্ন হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!