খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

খুবির সাই‌টে স্কুলের ৭ মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

গে‌জেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি নানা ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো পুরস্কার প্রাপ্তিই আত্মতৃপ্তি দেয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য অর্জনের স্বীকৃতি হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড। এর থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যৎ জীবন এবং দেশ ও জাতিকে আলোকিত করতে উপাচার্য শিক্ষার্থীদের আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে যাতে ৩.৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।

উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্টের মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য ধারাবাহিকভাবে ডিনস অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড হচ্ছে সম্মানসূচক অ্যাওয়ার্ড। উন্নত বিশ্বে এটি সচরাচর চালু থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশকিছু বছর ধরে এটি চালু হয়েছে। এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়। তিনি আরও বলেন, বিজ্ঞানের অগ্রগতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই শিক্ষার্থীদের সবসময় নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য অধিকসংখ্যক বই পড়তে হবে। কারণ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের নতুন পথে যাত্রা শুরু হলো। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজকে পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের কাছে মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা মেধা ও অর্পিত দায়িত্ব দ্বারা পূরণ করতে হবে।

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসানুল কবীর। আরও বক্তৃতা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সদ্য বিদায়ী প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ইউআরপি ডিসিপ্লিনের মোঃ মাহমুদুল হাসান ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা (স্টুডেন্ট আইডি ১৮০১০৯), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি (স্টুডেন্ট আইডি ১৯০২১২), নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মোঃ মাহমুদুল হাসান (স্টুডেন্ট আইডি ১৯০৪০১), ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ ইরফান হুসাইন শিকদার (স্টুডেন্ট আইডি ১৯০৯২৭), পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ শৈবাল হাসান খান (স্টুডেন্ট আইডি ১৯১৭০৩), রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস (স্টুডেন্ট আইডি ১৯১৮০৯) এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম (স্টুডেন্ট আইডি ১৯২০১২)।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে অপর এক অনুষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী ডিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নতুন ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। এ সময় সংশ্লিষ্ট স্কুলের ডিসিপ্লিন প্রধানবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!