খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি অ্যালামনাই এসোসিয়েশনের ২০২২-২০২৩ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে এস এম খালিদ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. রুহুল কবির ও মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (সাজ্জাদ), যুগ্ম-সম্পাদক মো. আনোয়ার হোসেন ও মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, আব্দুর রকিব ও এস এম হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ দেবেশ দাস, যুগ্ম-কোষাধ্যক্ষ পদে মো. মোস্তফা কামাল (পারভেজ), দপ্তর সম্পাদক শিজান ইসলাম, জনসংযোগ সম্পাদক পদে প্লাবনী সরকার (বন্যা), সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক পদে রিয়াজুল ইসলাম (জুলিয়ান), যুগ্ম-সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক পদে সালেহা খাতুন (রিপ্তা), সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদুর রহমান কাজল, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক পদে শিরীন শারমিন স্নিগ্ধা, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম আবির, যুগ্ম-ক্রীড়া সম্পাদক কপিল দেব বসাক, ছাত্র বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার দাশ, তথ্য-প্রযুক্তি সম্পাদক তানুজা মন্ডল এবং যুগ্ম-তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সৌমিত্র চাকমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ কুমার খান (প্রনি), সহ-আন্তর্জাতিক বিষয়ক মো. হোসেন আলী (টিটু)। সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ ইকবাল, যুগ্ম-সমাজকল্যাণ সম্পাদক মো. মেসবাহুল ইসলাম (ইমন)। মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জাহান (রুবা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া শারমিন (মিতু), হোসনেয়ারা বেবি, পূজা দাস, ফারজানা ইসলাম নাফিলা।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মতিউল ইসলাম, অমরেন্দ্রনাথ বিশ্বাস, মেজবানুর রহমান লিমন, মিল্টন কুমার ঘোষ, মুস্তফা কামাল শাহাদাৎ, মো. আব্দুল হাই, ঋতুরাজ সরকার, মো: শওকত ওসমান, মুমতাহিনা তন্বী, তরফদার মুক্তাদির, শাহাদাৎ হোসেন (সাহেদ), ধীমান অধিকারী, মিঠুন সরকার, শফিকুল ইসলাম (শাওন), নূর-ই-কুতুবুল আলম (রেজা), মো. আব্দুল্লাহ ইবনে কাজেম (অভি)।