খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনে ইউএসএইড এর প্রোমোটিং পিস এন্ড জাষ্টিজ (পিপিজে) একটিভিটি এর সহায়তায় সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা শীর্ষক ওয়েবিনার মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। ওয়েবিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তৃতা করেন ইউএসএইড এর (পিপিজে) একটিভিটি’র চিফ অব পার্টি চার্লস জ্যাকোসা।
ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের ভূমিকা ও কাজ এবং আইনগত সহায়তা প্রদানের বিষয়ে সারগর্ভ ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন সংস্থার পরিচালক জেলা জজ মোঃ সাইফুল ইসলাম। সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিও’র ভূমিকা সম্পর্কে বক্তৃতা করেন ব্লাস্টের রিসার্চ স্পেশালিস্ট তাকবির হুদা এবং সহকারী পরিচালক তাপসী রাবেয়া।
আইনগত সহায়তা প্রদানে ব্যক্তি বিশেষের ভূমিকা সম্পর্কে বক্তৃতা করেন ব্র্যাকের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড সার্ভিসের প্রোগ্রাম হেড শাহরিয়ার সাদাত। অতিথি বক্তা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস লিগ্যাল এইড ডেস্ক এর শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। মডারেটর ছিলেন মোঃ মোস্তফা কামাল এবং ওয়াহিদা বেগম।
অংশগ্রহণকারীরা এই করোনা মহামারীর মধ্যেও ওয়েবিনারের মাধ্যমে সরকারের আইনগত সহায়তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। ওয়েবিনার শেষে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম