খুলনা, বাংলাদেশ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ
  ঐকমত্য তৈরিতে আলোচনা চালিয়ে যাবে বিএনপি : সালাউদ্দিন আহমেদ

খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

খুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত হল দিনব্যাপী সংগঠন মেলা-২০২৫।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন।

তিনি জানান, একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনের ক্ষেত্র। সংগঠন মেলা ২০২৫ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে। বিগত বছররের চেয়ে এবছরে সংগঠন মেলার আয়োজনে খুশি হয়ে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

সংগঠন মেলা শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারছে এবং পছন্দের সংগঠনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।

এই ক্লাব ফেয়ারের মাধ্যমে সংগঠনগুলোর সদস্যরা তাদের পূর্বের অর্জনসমূহ উপস্থাপনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কে তাদের সংগঠনে যুক্ত করার জন্য অনুপ্রাণিত করছেন।

এবারের মেলায় প্রায় ২৩টি সংগঠন অংশগ্রহণ করেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!