খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

খুবিতে শিক্ষার্থীদের ‘গণইফতার’

খুবি প্রতিনিধি

দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাধারণ শিক্ষার্থীরা গণইফতার কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৪ই মার্চ) তৃতীয় রমজানে খুবির সাধারণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এই গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

গণ ইফতার কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সিয়াম বা রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মুসলিম ও ইসলামের সংস্কৃতি। কিন্তু ইফতার মাহফিলের উপর দুটি বিশ্ববিদ্যালয়ের এমন বিধিনিষেধ আরোপ করা অর্থ বাঙালি মুসলিম সংষ্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা।এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।আর এই বিধিনিষেধের প্রতিবাদস্বরূপ আজকের এই কর্মসূচি।

শিক্ষার্থীরা জানান, এর আগে রোববার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরের দিন সোমবার (১১ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একই ধরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে এবারের রোজায় ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানানো হয়। এর প্রতিবাদস্বরূপ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠনগুলো গণইফতার কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছে।

খুলনা গেজেট/অর্ক মন্ডল/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!