খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রড চুরি করার সময় হাতে নাতে মানিক সরদার (২৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। গতকাল আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি বাগেরহাটের কচুয়া উপজেলার নূরু সরদারের ছেলে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক অবকাঠামোর নির্মাণকাজ চলমান রয়েছে। সেখান থেকে প্রায়ই নির্মাণসামগ্রী চুরি হচ্ছে। এটা জানার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের পিছন দিকে বেশকিছু বড় বড় রডসহ নিরাপত্তা প্রহরীর কাছে চোর ধরা পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এমএম