খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ আগামী ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। অ্যাপ-গেইম শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে এ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যালে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্মার্ট ক্যারিয়ার উইথ অ্যাপ এন্ড গেম’, ‘প্রেজেন্টেশন অন শর্ট লিস্টেড গেম এন্ড অ্যাপ আইডিয়া’, ‘র্যাফেল ড্র এন্ড মোটিভেশনাল স্পিস’, ‘স্পিস বাই চিফ গেস্ট এন্ড অ্যাওয়ার্ড গিভিং’ এবং ‘অ্যানিমেশন মুভি স্ক্রিনিং’ শীর্ষক ৬টি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের সিভি গ্রহণ ও জব ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ২টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।
খুলনা গেজেট/এইচ