খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান ও পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাতে তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে। এসময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অতীতের মতো এবারও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের প্রতীক। এর সুনাম ও ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। অতীতের মতো এবারও ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি থাকবে। তারা আরও বলেন, এ ধরনের বড় আয়োজনে যাতে কোনো তৃতীয় পক্ষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. এনামুল কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও শাখা প্রধান (প্রশাসন) আবদুর রহমান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী, নিরাপত্তা কর্মকর্তা মাসহারুল হক।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আবু তাহের, এনএসআই খুলনা মেট্রোর সহকারী পরিচালক একেএম শাহীন ইকবাল, সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত. ম. রোকনুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (সিটিএসবি) মোঃ ইব্রাহীম আলী, র্যাব-৬ এর ডিএডি খন্দকার মাহবুব হোসেন, হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার, ডিআইজি অফিসের পুলিশ পরিদর্শক মোঃ কালিমুল্লাহ সরদার, সিআইডির পুলিশ পরিদর্শক সোমেন দাশ, খুলনা জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আবুনাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক এবং খুলনা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ আলী হাওলাদার।