খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

খুবিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

গেজেট ডেস্ক 

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষকের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা অনেক। শুধুমাত্র শিক্ষাদান করা শিক্ষকের কাজ নয়। শিক্ষকতার মাধ্যমে সামাজিক অবস্থা পরিবর্তন করা যায়, আবার রাষ্ট্রকেও পরিচালিত করা যায়। বিশেষ করে কোনো শিক্ষার্থী বিপদগামী হলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। কারণ, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, তাদের সঠিক পথ দেখানো শিক্ষকদের দায়িত্ব।

রবিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

মতবিনিময় সভায় আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!