খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটিসেল কর্তৃক তৈরিকৃত ডিজিটাল ডায়েরি অ্যাপস উপাচার্যের কার্যালয়ে আজ মঙ্গবার দুপুরে উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান মোবাইলে বাটন চেপে এই ডিজিটাল ডায়েরির অ্যাপসের উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ডিজিটাল ডায়েরি অ্যাপস ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে সংরক্ষিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের তথ্য পাওয়া যাবে। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম