প্রতিবছরের ন্যায় এবারও খুলনা বিশ্ববিদ্যালয় পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব দিবস বা শুভ জন্মাষ্টমী। দেশের বর্তমান বন্যা পরিস্থিতিকে মাথায় রেখে ব্যয় কমিয়ে স্বল্পপরিসরে এবারের পূজার আয়োজন করা হয়েছে।
হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী।কারণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বছর শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ২৬ আগস্ট এবং ২৭ আগস্ট পালিত হবে।এবছর খুব শুভ যোগ পড়েছে জন্মাষ্টমী। কারণ এবছরে অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্র থাকবে বলেই জোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে।এ অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে ২৬ আগস্ট, সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির চত্বরে জন্মাষ্টমীর পূজা করা হয়।
বিকাল পড়তেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বহিরাগত দর্শনার্থীদের ভিড় করতে দেখা যায় মন্দির চত্বরে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং ভক্তিতে পার করছেন ব্যস্ত সময়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অতনুর কাছে জানতে চাইলে তিনি বলেন,”এবার আমাদের বিশ্ববিদ্যালয় আয়োজিত জন্মাষ্টমীর কর্মসূচী খরচের একটি অংশ বাচিয়ে বণ্যাদুর্গতের সাহায্যের জন্য প্রেরন করা হয়। এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্ম অবলম্বী শিক্ষার্থীরা জন্মাষ্টমীর টি-শার্ট তৈরি করেছে যার লভ্যাংশ দান করা হবে বন্যার্তদের মাঝে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন দেশের এই সংকটকালীন অবস্থায় সহায় হোন এবং সকল বন্যার্তদের সুস্থ রাখেন।”
খুলনা গেজেট/কেডি