খুুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিন থেকে প্রতি টার্মে স্নাতকোত্তর পর্যায়ের ৫ জন শিক্ষার্থীকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের পলিসি অনুমোদন দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত টিচিং অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ ও সম্মানী প্রদান করা হবে। তারা বহির্বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
সভায় রিক্রুইটমেন্ট অব এডজাংক্ট ফ্যাকাল্টি পলিসিও অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দের খুলনা বিশ্ববিদ্যালয়ে এডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করার দ্বার উন্মুক্ত হলো। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যপ্তি ও শিক্ষা-গবেষণা কার্যক্রমকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পলিসি, আন্ডারগ্রাজুয়েট থিসিস সাপোর্ট পলিসি, ডিসিমিনেশন এন্ড ট্রান্সফার অব রিসার্চ ফাইন্ডিং পলিসি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় বিভিন্ন স্কুলের ডিনস্ অ্যাওয়ার্ড পলিসি, প্রতি ডিসিপ্লিনে ২ জনের পরিবর্তে ৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার খাতা কোডিং, বিভিন্ন বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল বিবেচনাসহ নানা বিষয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক খন্দকার খালদুন ইসলাম, কুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এ হাসেম, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন, কুয়েটের ইসিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, সরকারি বিএল কলেজ খুলনার ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ রাশেদ আয়ুব উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
খুলনা গেজেট/ টিএ