ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ড. সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সেমিনার অনুষ্ঠিত হয়।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম। তিনি মূল নিবন্ধে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেডিএর বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পিত পরিকল্পনা প্রণয়নে তিনি পরিকল্পনাবিদদের ভূমিকা তুলে ধরেন। তিনি মহানগরী খুলনার উন্নয়নে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, বিষয়টি এখন খুবই জরুরি হয়ে পড়েছে। তিনি কেডিএর আওতা সম্প্রসারণের সাথে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও ডিসিপ্লিনের জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সেমিনারে পাওয়ার পয়েন্টে ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা হাসান। সেমিনারের শুরুতে দিবসটি উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়।
এর আগে বেলা ১২টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক র্যালি বের করা হয়।
খুলনা গেজেট/এএ