খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

খুবিতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক

আজ ০৯ মার্চ (বুধবার) সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ১০ম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, সভ্যতার ক্রম বিকাশে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গবেষণাসহ সকল উন্নয়নের নেপথ্য চালিকাশক্তি গণিত। গণিতের চর্চা, গবেষণা ও উৎকর্ষ মানবজাতির সামনে নতুন নতুন উদ্ভাবনার পথ উন্মোচন করে। তাই গণিতে ভীতি নয়, বরং গণিতকে বোঝার জন্য, সহজবোধ্যভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে, চর্চা বাড়াতে হবে।

পরে উপাচার্য অ্যাওয়ার্ড প্রাপ্তদের গোল্ড মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. আরিফুল ইসলাম। গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট গণিত ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মোঃ মেহেদী হাসান রাসেল, বিএসসি অনার্স-২০১৯, মোসাঃ শান্তা খাতুন, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৭, মোঃ আনারুল ইসলাম, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৮, মোঃ জাহিদুল ইসলাম, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৯, বিজন কুমার মন্ডল, এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৭, মোঃ নাজমুল হোসেন, এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৮ এবং পুষ্পেন সরকার এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০১৯।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের একটি করে গোল্ড মেডেল, সনদ ও প্রাইজমানি প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!