খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিমানবন্দরে খালেদা জিয়া
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
দুই শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান

খুবিতে আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেলেন তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী। রবিবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ৩য় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রাব্বিউল হাসান মাসুমকে ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র, আমিনা তাবাস্সুম তমাকে ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র এবং মাহি সুলতানাকে ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী ইমন কুমার সাহা ও তাবিহা তাবাস্সুমকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ১২ মাস পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির এ ধরনের কোলাবরেশন উৎসাহব্যঞ্জক। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তিনি অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেডকেও আন্তরিক ধন্যবাদ জানান।

স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেড এর হেড অব মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ। সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থীদের সেশনাল কো-অর্ডিনেটর ও ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এটিএম মাসুদ রেজা। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল থেকে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যার কথা শোনেন এবং তার উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!