জ্ঞানার্জনের বাসনাকে জাগ্রত করতে “Spread your knowledge, Quench your thirst.”- প্রতিপাদ্যকে সামনে রেখে “রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি” আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা “Thirst Optimists 2.0″। আগামী ২-৫ সেপ্টেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা (http://thirstoptimists2.xyz/register.php) লিংকে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সংগঠন সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২৫ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩০ আগস্ট। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজকরা জানান, শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কেউ বিবেচিত হবেন না। পুরো আয়োজনটি অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে কুইজ গুগল ফর্মে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
কুইজের বিষয়াবলির মধ্যে রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অভ্যুদয়, মানসিক দক্ষতা, সাধারন বিজ্ঞান, করোনা ভাইরাস ও ভ্যাকসিনেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খেলাধুলা, বাংলাদেশের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, বিশ্ব রাজনীতি, রোটারি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের সংস্কৃতি (ভাস্কর্য, স্থাপনা, নৃ-গোষ্ঠী)।
এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে মোট ২০ হাজার টাকার পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে প্রাইজ মানি, অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এছাড়া থাকবে International Journal of Multidisciplinary Informative Research and Review (IJMIRR) এ ৫০% ডিসকাউন্টে রিসার্চ পেপার পাবলিশের সুযোগ ও বহুব্রীহি কর্তৃক অনলাইনে কোর্স করার ভাউচার।
সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, “এর আগেও আমরা অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, তখন বেশ সাড়া পাই। বাংলাদেশের ৫০ টি বিশ্ববিদ্যালয় থেকে তিন হাজার নয় শ’ ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এবারও পুরো আয়োজনটি সম্পন্ন করার জন্য আমাদের বেশ উদ্যমী একটা টিম রয়েছে। আশা করছি এ বছর আগের চেয়ে বেশি সাড়া পাবো এবং সুষ্ঠভাবে আয়োজনটি সম্পন্ন করতে পারবো।”
খুলনা গেজেট/এমএইচবি