খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  নেপালে ভূমিধসে নিহত অন্তত ৯
  ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ট্রাকে পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত
  চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’ এর আয়োজন “যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান” শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে বিজয়ী হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

সম্প্রতি এক ওয়েবিনার লাইভে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিজয়ী দলের নাম ঘোষণা করেন। নৈয়ায়িকের সভাপতি অসিত কুমার দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হাসানাত। ওয়েবিনারটি সঞ্চালনা করেন নৈয়ায়িকের সৌমিক রহমান তালুকদার।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ (বাংলাদেশ), করোনা ভ্যাক্সিন আমদানি এবং বিতরণ এর দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান এর কাছে ন্যাস্ত করবে।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউডিএস ৫২) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট অদ্বৈত) এর মধ্যে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল ৪-২ ব্যালটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা মেহেরাব সাহাদাত। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন কুয়েট অদ্বৈত দলের বিতার্কিক মোঃ ফয়সাল। এছাড়াও শ্রেষ্ঠ ৩ বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন অর্পিতা কুন্ডু, তাওহিদ আলিফ ও তানভীর আহমেদ।সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!