খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের প্রতি প্রধান তিন রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন: প্রেস সচিব

খুবিতে আন্তঃডিসিপ্লিন ফুটবলে রসায়ন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রসায়ন ডিসিপ্লিন। আজ ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনকে পরাজিত করে। নির্ধারিত সময়ে দু’দলের কেউই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে রসায়ন ডিসিপ্লিন ৪-২ গোলের ব্যবধানে এমসিজে ডিসিপ্লিনকে পরাজিত করে।

খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন রসায়ন ডিসিপ্লিনের গোলকিপার আরিফ। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এমসিজে’র শিহাব। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে যৌথভাবে গোল্ডেন বুট পেয়েছেন এমসিজে’র শিহাব ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের গৌর মুন্ডা।
ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, তারুণ্য কোনো কিছু দমিয়ে রাখতে পারে না, সবকিছু জয় করে। জয় উল্লাস করতে শেখায়, আর হার থেকে অভিজ্ঞতা অর্জন হয়। অভিজ্ঞতা থেকেই আগামীর পথ নির্ধারণ করে নিতে হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ বজায় থাকবে উল্লেখ করে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
খেলোয়াড়দের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আনন্দ কুমার ও রানার্সআপ দলের অধিনায়ক মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!