খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

খুবিতে অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের অধ্যাদেশ সিন্ডিকেটে অনুমোদন

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৩ তম (জরুরি) সভা (সশরীর এবং ভার্চুয়াল) আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম সিন্ডিকেট সভা। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ সংশ্লিট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭২তম (জরুরি) সভার সুপারিশকৃত খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন, ইনস্টিটিউট এবং সেন্টারের স্নাতক/স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের অধ্যাদেশ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর এ সংক্রান্ত অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। যা সিন্ডিকেট সভার অনুমোদনের তারিখ অর্থাৎ আজ ১৫ জুলাই ২০২১ থেকে কার্যকর বলে গণ্য হবে। এর ফলে করোনা পরিস্থিতিতেও এখন অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সকল পথ সুগম হলো।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার বিষয়টি সিন্ডিকেট অনুধাবন করে এ ব্যাপারে অধ্যাদেশটি অনুমোদন দিয়েছে। সে হিসেবে যতো তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা গ্রহণ শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!