খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

খুন, গুম ও করোনায় মৃত ৬৫ পরিবারকে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, অস্ত্রের মুখে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেননি, বর্তমান সরকারও পারবেন না। বিএনপির নেতাকর্মীদের হত্যার বিচার এদেশের মাটিতেই হবে। কারা নির্দেশ দিয়েছেন; কারা রক্তাক্ত করেছেন, কারা হত্যা করেছেন তা একদিন স্পষ্ট হবে। শোককে শক্তিতে পরিনত করে সময়ের জন্য অপেক্ষা করতে হবে মাত্র।

মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা মহানগর বিএনপি খুন-গুমের শিকার, করোনা ভাইরাসে মৃত্যু বরনকারী ও আক্রান্ত হয়ে অসুস্থ, পুলিশী নির্যাতনের শিকার পাঁচ থানার ৬৫ নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের খুন গুম নির্যাতনে নিহত, করোনায় মৃত নেতাকর্মীদের বাড়িতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসহায় পরিবার গুলোকে শান্তনা দিয়ে সাবেক সাংসদ, খুলনার গনমানুষের নেতা মঞ্জু আরও বলেন, বিএনপি কর্মীবান্ধব রাজনৈতিক দল। অতীতে নেতাকর্মীদের পাশে ছিলো ভবিষতেও থাকবে।

উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন, শেখ মুশাররফ হোসেন, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোঃ সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, ম শা আলম, কাজী আব্দুল লতিফ, ইমতিয়াজ আলম বাবু, কাজী শাহ নেওয়াজ নিরু, মনিরুজ্জামান মনি, আনজিরা খাতুন, বাবুল মুন্সি, মাহামুদ হাচান শান্ত, আবুল কালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আবুজাফর, তছির উদ্দিন, সাকের উল্লাহ তুহিন, তৈয়ব আলি, পারভেজ আলম, বাবলু, রিপন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিনটারজান, মোস্তফা জামাল মিন্টু, সাজ্জাদ আহসান পরাগ, শেখ বাইজিদ আকরাম হোসেন খোকন, শেখ আঃ হালিম, শরিফুল আনাম, মাসুদ রানা ডাব্লু, আবুল কালাম শিকদার, আরমান হোসেন, মুজিবুর রহমান, মাজেদুল ইসলাম, শামিম আজাদ খান মিলু, সেলিম মোল্লা, হারুন অর রশীদ, কামরুল হোসেন এরশাদ, শওকাত হায়াত, কাকলী আক্তার, আসাদুর রহমান প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!