খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

গেজেট ডেস্ক

বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ছাড়া অন্যকিছুই ভাবছেন না। ভাবছে না তাঁর পরিবার-পরিজনও। তাই স্থায়ী জামিনের আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক ঘুরে সে আবেদন এখন আইন মন্ত্রণালয়ে। এরমধ্যে শনিবার (২৯ আগস্ট) রাতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন তার আইনজীবী ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি।

সাক্ষাতের পর বাড়ির গেটে সাংবাদিকদের তিনি বলেন, ম্যাডামের শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি অসুস্থ, তার জরুরিভাবে চিকিৎসা প্রয়োজন। এসব বিষয়ে কথা হয়েছে।

রাত সাড়ে সাতটায় গুলশানে খালেদা জিয়ার বাড়ি ফিরোজায় প্রবেশ করেন মাহবুব উদ্দিন খোকন। রাত সোয়া নয়টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান।
এরআগে গত মঙ্গলবার খালেদা জিয়ার স্থায়ী জামিন চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

এ সংক্রান্ত বিষয়েও মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা গত ২৪ মার্চ স্থগিত করে সরকার। পরের দিন ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের বাসায় ওঠেন খালেদা জিয়া।

মুক্তির শর্ত অনুযায়ী তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। ৬ মাসের মধ্যে পাঁচ মাস অতিবাহিত হলেও চিকিৎসা শুরু হয়নি খালেদা জিয়ার। যেটুকু হচ্ছে বাসায় নিজস্ব চিকিৎসকের পরামর্শে।

তার চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা এরআগে লন্ডনে করা হয়েছিল। হাঁটুর সেই জয়েন্টে ব্যথার কারণে তিনি হাঁটা চলা করতে পারেন না। তাই তাকে পুনরায় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন।

এসব বিষয়ে পারিবারিকভাবে সরকারের সঙ্গে দেন দরবার চলছে বলে জানা গেছে। তবে দলের কেউ এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!